ব্যুরো নিউজ, ১৮ সেপ্টেম্বর: ভাঙড়ে ISF কর্মীর বাড়িতে বোমা-আগ্নেয়াস্ত্র!
ভাঙড় আছে ভাঙড়েই! ভাঙড়ে এক আইএসএফ কর্মীর বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র-সহ বোমার সরঞ্জাম। পঞ্চায়েত ভোটের আগে হোক বা পরে মারামারি, খুন, বোমাবাজিতে একাধিকবার উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা। তবে পরিস্থিতি যে শান্ত হয়নি তার আরও একবার প্রমাণ মিলল।
কেশপুরে মাথা ফাটল তৃণমূল নেতার
এবার ভাঙড়ে আইএসএফ কর্মীর বাড়ি থেকে উদ্ধার বন্দুক। শুধু তাই নয়, একই সঙ্গে উদ্ধার হল বোমা তৈরির সরঞ্জাম। রবিবার দুপুরে এমনই ঘটনা ঘটে কাশিপুর থানার পানাপুকুর গ্রামে। পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুর নাগাদ পানাপুকুর গ্রামের আইএসএফ কর্মী শেখ করিমের বাড়িতে হানা দেয় পুলিশ। তল্লাশি চালাতেই উদ্ধার হয় দু’টি বন্দুক ও বোমা তৈরির এক বস্তা সরঞ্জাম। এর পাশাপাশি উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ ধারাল অস্ত্র।
কংগ্রেস বনাম তৃণমূল সংঘর্ষে মৃত্যু তৃণমূল পঞ্চায়েত প্রধান
ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে কাশিপুর থানার পুলিশ। এরপরই ঘটনায় লেগেছে রাজনীতির রং। ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙরের অবজারভার শওকত মোল্লা বলেন, “আইএসএফ-এর সমাজ বিরোধীদের কাছে প্রচুর অস্ত্র রয়েছে। ওদের কাছে রাইফেল, গ্রেনেড, বন্দুক-সহ অত্যাধুনিক অস্ত্র রয়েছে। আর এটা আজ আরও একবার প্রমাণিত হল।”
অপরদিকে, পঞ্চায়েত সমিতির সদস্য তথা আইএসএফ নেত্রী জানিয়েছেন, “প্রশাসন যদি নিরপেক্ষ তদন্ত করে তাহলে দেখা যাবে তৃণমূলের অনেক কর্মীর বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হবে।” ইভিএম নিউজ