ব্যুরো নিউজ, ৬ সেপ্টেম্বর: আগমনীর আগেই বাজতে পারে ‘ডার্বি’র ঘণ্টা।


চলতি মরশুমে মোট দু’বার মুখোমুখী হয়েছে ইস্ট-মোহন। ডার্বির ফলাফল ১ – ১। ডুরান্ড কাপের গ্রুপ লিগে ইস্টবেঙ্গল জিতলেও। ফাইনালে তাদের হারিয়ে ডুরান্ড জিতে মধুর প্রতিশোধ নিয়েছে মোহনবাগান।

ডার্বি টিকিটে কালোবাজারি! গ্রেফতার ৪

এইবার কোলকাতা লিগের ডার্বি পুজোর আগেই করার কথা ভাবছে আই এফ এ। কিন্তু, এই ডার্বি আয়োজনে বাধা রয়েছে প্রচুর। মোহনবাগান সুপার জায়ান্টকে তাদের গ্রুপের বাকি ৩টি ম্যাচ থেকে তুলতে হবে অন্তত ৫ পয়েন্ট। তবেই সম্ভাবনা বাড়বে ডার্বি হওয়ার। কিন্তু, অনূর্ধ ২৩ জাতীয় দলের ক্যাম্পর জন্য ডাক পেয়েছেন সবুজ মেরুনের সুহেল, হামতে, রাঠি ও অর্শ আনোয়ার। তাই তাঁরা ফিরে না আসা অব্দি বেশ কয়েকটি ম্যাচ খেলবেন না বলেই জানিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। এখন দেখার পুজোর আগেই ডার্বি ম্যাচ করার পরিকল্পনা কতটা ফলপ্রসূ করতে পারে আই এফ এ। কোলকাতা লিগের গ্রুপে মোহনবাগানের বাকি ৩ টি ম্যাচের প্রতিপক্ষরা হল- পিয়ারলেস, মহামেডান ও ডায়মন্ড হারবার। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর