ব্যুরো নিউজ, ৪ সেপ্টেম্বর: ধেয়ে আসছে সৌরঝড়। সতর্কবার্তা দিল ‘স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার’।


প্রবল সৌরঝড় ধেয়ে আসছে পৃথিবীর দিকে। সূর্যের চরিত্র বদল ঘটেছে বেশ কিছু বছর ধরেই। বিজ্ঞানীদের মতে এই ঝড়ের সঙ্গে বিপুল পরিমান সৌর কণা দ্রুত বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে। স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার জানিয়েছে যখন সূর্য প্রবল পরিমাণে শক্তি উগড়ে দেয় মহাকাশে তখনই ভূ-চৌম্বকীয় ঝড়ের সৃষ্টি হয়। সোলার উইন্ডের পাশাপাশি ধেয়ে আসছে কোরোনাল মাস ইঞ্জেকশান। এই কোরোনাল মাস ইজেকশান হলো বিপুল পরিমাণ প্লাজমা।
আদিত্য L1 সূর্যের পথে



শক্তিশালী সৌরঝড় আছড়ে পড়তে চলেছে পৃথিবীর উপর। এই কোরোনাল মাস ইজেকশান পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ারের সঙ্গে ধাক্কা খেয়ে নেভিগেশনে ব্যাঘাত ঘটাতে পারে। যার ফলে বিঘ্ন হতে পারে বিদ্যুৎ ব্যবস্থা। সৌরঝড়ের শক্তি আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। শক্তি বাড়িয়ে জি১ থেকে জি২ লেভেলে পরিণত হতে চলেছে সৌরঝড়। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর