ব্যুরো নিউজ, ৪ সেপ্টেম্বর: প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি! নেই রাস্তা, নেই নর্দমা। বর্ষায় চূড়ান্ত দুর্ভোগ। প্রশাসনকে জানিয়েও হয়নি সুরাহা।
আসানসোল কর্পোরেশন এলাকার ১৩ নম্বর ওয়ার্ডের রায়পাড়া এলাকা। যেখানে গ্রামবাসীদের অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। কোনওভাবেই তাদের রাস্তা, কল, নর্দমা হচ্ছে না বলে অভিযোগ। ভোটের আগে এসে রাস্তা, নর্দমা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কাউন্সিলর। তবে ভোট পেরিয়েছে বহুদিন, এরপরেও দেখা মেলেনি কাউন্সিলরের। স্থানীয় মহিলারা জানান, দীর্ঘদিন ধরে অ্যাপ্লিকেশন দেওয়ার পরেও কোনও সুরাহা হয়নি।
অন্যদিকে, কাউন্সিলার রিনা মুখার্জী বলেন, কর্পোরেশনের তরফ থেকে সবরকমই কাজ হচ্ছে। তবে আস্তে আস্তে একের পর এক কাজ হবে। কাউন্সিলর এও জানান, সব রাস্তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী প্রকল্পের টাকা দিয়েই, ইতিমধ্যেই সব ওয়ার্ডেই ১০ লক্ষ টাকা করে দেওয়া শুরু হয়েছে। আমরা একের পর এক কাজ করছি। এই রায় পাড়ার রাস্তাও কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। তবে কবে থেকে এই রাস্তার কাজ শুরু হয় তাই এখন দেখার বিষয়। ইভিএম নিউজ