ব্যুরো নিউজ: ‘মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি’। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি শুভেন্দু আধিকারীর। বর্তমান রাজ্যের পরিস্থিতি নিয়ে উত্তাল বিধানসভা। একের পর এক জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটেই চলেছে। যা নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি।

এদিন বিধানসভায় একাধিক বিষয় নিয়ে ফেটে পড়েন শুভেন্দু আধিকারী। সরকারকে তোপ দেগে তিনি বলেন- “অসংবেদনশীল দায়িত্ব হীন সরকার। দত্তপুকুরে যা হয়েছে। ছাদ উড়ে গেছে। আরডিএক্স ব্যবহার হয়েছে। বিজেপির পক্ষ থেকে মুলতুবি প্রস্তাব এনেছিলাম ভেবেছিলাম, মুখ্যমন্ত্রী জানাবেন, কিন্তু ভোট নিয়ে রাজনীতি করেন’

মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি প্রসঙ্গে তিনি বলেন, “ঘটনায় তৃণমূলের যোগ আছে। ৫০ হাজার টাকা তোলা হতো। মুর্শিদাবাদে হাতবোমা সাপ্লাই হতো।  জাকির হোসেনের উপর আক্রমন এখান থেকে গিয়েছিল। সরকারের নির্লজ্জতা। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। তদন্ত এনআইয়ের কাছে হস্তান্তর করা হোক। আমরা স্টেটমেন্ট চাই”। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর