লাবনী চৌধুরী, ২৭ আগস্ট : বিস্ফোরণ কাণ্ডে NIA তদন্তের দাবি শমীক ভট্টাচার্যের। ঘটনায় মুখ্যমন্ত্রী তথা শাসক দলকে কটাক্ষ বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের।
বাংলায় ফের ভয়াবহ বিস্ফোরণ। এগরা, বজবজের বিস্ফোরণের ঘটনা এখনও মানুষের মনে তাজা। সেই ঘটনার প্রায় সাড়ে তিন মাসের মাথায় দত্তপুকুরের এই বিস্ফোরণের ঘটনা সেই স্মৃতিকেই উষ্কে দিল।
উত্তর ২৪ পরগনার বারাসাতে বাজী কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এখনও পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় ৭ জন, আহত ১০ জনেরও বেশি। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পাড়ে বলে আশঙ্কা। বিস্ফোরণের জেড়ে কেঁপে ওঠে আশেপাশের এলাকাগুলিও। প্রায় ২ কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
রবিবার সাত সকালে ঘটনাটি ঘটে বারাসাত লাগোয়া দত্তপুকুর থানার নীলগঞ্জ ফাঁড়ির নীলগঞ্জ গ্রামপঞ্চায়েত এলাকার মোষপোল পশ্চিমপাড়া অঞ্চলে। ইতিমধ্যেই এই ঘটনায় তোলপাড় রাজ্য-রাজনীতি। এবার এই ঘটনার তীব্র প্রতিবাদে সরব হন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য। ঘটনার রেশ টেনে শাসক দলকে কটাক্ষ করেন তিনি। তিনি বলেন- ” সমস্থ জেলায় এইরকম অবৈধ বাজি কারখানা তৈরী হয়েছে। তৃণমূল মানুষের ওপর আস্থা হাড়িয়ে বোমার ওপর আস্থা রেখেছে। এর দায়িত্ব নিতে হবে মুখ্যমান্ত্রীকে। বিজেপি এই ঘটনার NIA তদন্ত চায়” বলেও দাবি জানান তিনি। ইভিএম নিউজ