ইভিএম নিউজ ব্যুরো, ৭ অগাস্টঃ (Latest News) এ যেন লড়াইয়ে নামার আগেই হার। অনাস্থা প্রস্তাবে রাহুল গান্ধী সংসদে প্রবেশ করলে সমস্ত প্রচারের আলো রাহুলের দিকে চলে যাবে, তাই ভয় পাচ্ছেন প্রধানমন্ত্রী। লোকসভার স্পিকার ওম বিড়লা ও তাঁর দফতর রাহুলের প্রতি গা-ছাড়া মনোভাব দেখাচ্ছে। রাহুল গান্ধীকে সংসদে ফিরিয়ে না এনে গণতন্ত্রকে ধ্বংস করছে মোদি সরকার। বিরোধী I.N.D.I.A – জোটের এমন হাজারো অভিযোগের ওপর বুলডোজার চালালেন লোকসভার স্পিকার ওম বিড়লা

রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ নিয়ে সুপ্রিম কোর্টের স্থগিতদেশের পরই সোমবার সংসদে ঢোকার অনুমতি দেওয়া হল রাহুলকে। এরপরই বিজেপির তীব্র কটাক্ষের মধ্যে পড়তে হলো “আইএনডিআইএ” জোটকে।

বিজেপির প্রশ্ন, মোদী সরকার গণতন্ত্রের ধ্বংস করছে বলে যে অভিযোগ বিরোধীরা করছিলেন তারা এখন নতুন কি যুক্তি সাজাবেন? যারা বলছিলেন রাহুল গান্ধীকে ভয় পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাদের ব্যাখ্যাই বা কি? লোকসভার স্প্লিকারের বিশ্বাসযোগ্যতা নিয়ে যারা প্রশ্ন তোলে তারাই গণতন্ত্র ধ্বংসের কথা বলছে?

উল্লেখ্য, ২০১৯ সালের ১৩ এপ্রিল কর্ণাটকের কোলারে একটি নির্বাচনী প্রচারে গিয়ে রাহুল গান্ধী বলেছিলেন, ‘কীভাবে সব চোরেদের পদবি মোদী হতে পারে?’

এই ঘটনার প্রেক্ষিতেই মোদী পদবিধারী সমস্ত মানুষকে রাহুল অপমান করেছেন বলে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন গুজরাটের প্রাক্তন মন্ত্রী পূর্ণেশ মোদী। এই ঘটনায় গুজরাতের একটি নিম্ন আদালত রাহুলকে দোষী সাব্যস্ত করে ২ বছর কারা দন্ডের সাজা ঘোষণা করলে, লোকসভার স্পিকার ওম বিড়লা রাহুলের সাংসদ পদ খারিজ করেন। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর