ইভিএম নিউজ ব্যুরো, ২৭ জুলাইঃ (Latest News) দেশের অন্যতম যোগাযোগ ব্যবস্থাগুলির মধ্যে অন্যতম রেল ব্যবস্থা। এই রেল ব্যবস্থাকে আধুনিকীকরণ করার জন্য কেন্দ্র সরকার নানারকম জনমুখী প্রকল্প ঘোষণার মত দেশের বিভিন্ন প্রান্তে কাজ চালাছে।  কিন্তু এই আধুনিকীকরণ কাজে শ্রমিকদের নিরাপত্তা কতখানি মেনে কাজ করাচ্ছেন সেই দিকটা হয়তো অতটা দৃষ্টিগোচর হয় না। সেই রকমই এক নিরাপত্তাহীনতা ও অসাবধানতামূলক রেল প্রকল্প কাজের ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়।

হুগলি জেলার শেওড়াফুলি জংশন পূর্ব রেলের অন্যতম স্টেশন গুলির মধ্যে একটি যে স্টেশন থেকে বহু মানুষ রেল পরিষেবা ব্যবহার করে থাকেন, এই জংশন থেকেই শৈব তীর্থ তারকেশ্বর যাবার রেল ব্যবস্থা যুক্ত আছে, এই শ্রাবণ মাসে বহু মানুষ পূর্ণ লাভের আশায় তারকেশ্বর যাওয়ার জন্য এই শেওড়াফুলি স্টেশন ব্যবহার করে থাকেন, এছাড়াও বহু নিত্যযাত্রী এই স্টেশন থেকেই রেল পরিষেবার সুযোগ নেয়। রেল যাত্রীদের সুবিধার্থে এই শেওড়াফুলি স্টেশনে রয়েছে তিনটি ফুট ওভারব্রিজ। যার মধ্যে একটি ব্রিজ সংযোগ স্থাপন করে এক থেকে ছয় নম্বর প্লাটফর্ম পর্যন্ত মূলত এখান থেকে সবকটি প্লাটফর্মে নামাও ওঠা যায়, আরেকটি শুধুমাত্র এক নম্বর দু’নম্বর প্লাটফর্ম ও ৫ নম্বর ৬ নম্বর প্লাটফর্মে নামা ওঠা যায়, তিন ও চার নম্বর প্লাটফর্মে এই ওভারব্রিজ দিয়ে নামা উঠার কোন ব্যবস্থা নেই। এই দিন এই ওভারব্রিজগুলি রক্ষণাবেক্ষণের জন্য রংয়ের প্রলেপ লাগানোর কাজ চলছে আর যে সমস্ত কর্মী এই কাজ করছেন তাদের নিরাপত্তার কোন ব্যবস্থাই নেই, তারা মূলত প্রাণ হাতে নিয়ে অতি ক্ষমতা সম্পন্ন ও ভারহেড তারের উপর দিয়ে যাওয়া ফুট ওভার ব্রিজের রংয়ের কাজ করছে, যা একটু অসাবধানতাবশতই ঘটে যেতে পারে এক বড়সড় দুর্ঘটনা। এই বিষয়ে এক ঠিকাদার কর্মীর সঙ্গে কথা বলতে গেলে তিনি মুখ খুলতে চাননি। রেল ব্যবস্থা আধুনিকীকরণ হোক তা আমরা আপামর ভারতবাসী এটাই চাই, কিন্তু এই গরীব খেটে খাওয়া কর্মী গুলোর নিরাপত্তার দিকটাও দেখা উচিত ঠিকাদার কর্মী ও রেল আধিকারিকদের। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর