ইভিএম নিউজ ব্যুরো, ২৪ জুলাইঃ (Latest News) ময়নাগুড়িতে জল্পেশ মন্দিরে পূন্ন্যার্থীদের ভিড় উপচে পড়ছে। কিন্তু তারা এবারে যেন বেশ খানিকটা মনঃক্ষুণ্ণ। তার কারণও অবশ্য আছে। প্রতিবারই মন্দিরে এসে সরাসরি বাবার মাথায় জল ঢালতে পারেন পুণ্যার্থীরা। বাবার দর্শন তারা পান সেসময়। কিন্তু এ বছর সব ওলট-পালট হয়ে গেছে। কারণ আদালতের নির্দেশে জল ঢালতে হয় একটি চ্যানেলের মধ্য দিয়ে। চ্যানেলের মাধ্যমে সেই জল বাবার মাথায় গিয়ে পড়ছে, আর সেই ছবি পুণ্যার্থীরা দেখতে পাচ্ছেন একটি জায়ান্ট স্ক্রিনে। মুশকিল হল, এভাবে পুণ্যার্থীরা বাবার দর্শন পাচ্ছেন না, বাবার কাছে যেতে পারছেন না। এর ফলে রীতিমতো ক্ষুন্ন হয়েছেন তারা।

শুধু পুণ্যার্থীরাই নয়, আদালতের এই নির্দেশের ফলে সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরাও। বাবার কাছে গিয়ে সরাসরি পুজো দেওয়া যাচ্ছে না, ফলে মন্দিরের সংলগ্ন দোকানগুলো থেকে পূজোর সামগ্রীর বিক্রি তলানিতে ঠেকেছে।

তবে মন্দির কর্তৃপক্ষ আদালতের নির্দেশ সম্পূর্ণভাবে মেনে চলছেন। এদিন এই উপলক্ষে জল্পেশ মন্দির প্রাঙ্গনের আশেপাশে মেলার ব্যবস্থাও করা হয়। সেই সঙ্গে মন্দির প্রাঙ্গনে নিরাপত্তার দিকে লক্ষ্য রেখে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল জেলা পুলিশের পক্ষ থেকে। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর