ইভিএম নিউজ ব্যুরো, ১৭ জুলাইঃ(Latest News) ইদানিং মোবাইল ফোন খুললেই একটা ট্রেন্ড চালু হয়েছে। বিভিন্ন বিষয়কে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করা। আর এই প্রবণতা কিশোর ও যুবকদের মধ্যে সব থেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে। আর এই প্রবণতা থেকেই একেবারে হাড়হিম করা এক ঘটনা ঘটলো বিহারে। মোমো খাওয়ার চ্যালেঞ্জ হচ্ছিল বন্ধুদের মধ্যে। কিন্তু সেই মোমোই হল কাল। কেড়ে নিল একটা তাজা প্রাণ। মৃতের নাম বিপিন কুমার পাসোয়ান। বয়স ২৫ বছর।
সূত্রের খবর, তিনি ওই মোমো খাওয়ার চ্যালেঞ্জে অংশ নিয়েছিলেন। অন্যান্য বন্ধুদের হারাতে একেবারে জমিয়ে চলছিল মোমো খাওয়া। কিন্তু আচমকা়ই বিপত্তি। অতিরিক্ত পরিমাণ মোমো খেয়ে মৃত্যু হল তার।
তবে পরিবারের দাবি, ষড়যন্ত্র করে তার ছেলেকে খুন করা হয়েছে। পরিকল্পিতভাবে মোমো খাওয়ার চ্যালেঞ্জের নাম করে খুন করা হয়েছে।
সূত্রের খবর, বন্ধুবান্ধবদের সঙ্গে মাঝেমধ্যেই নানা বিষয়ে চ্যালেঞ্জ চলত।সেদিন ছিল মোমো খাওয়ার চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে অংশ নিয়েছিল বিপিন। তাদের একটা মোবাইল সারাই করার দোকান রয়েছে। বৃহস্পতিবার তিনি অন্যান্য দিনের মতোই ওই মোবাইল মেরামতির দোকানে গিয়েছিলেন। সেখানে অন্যান্য বন্ধুরাও একসঙ্গে জড়ো হয়েছিল। এরপর তারা ঠিক করেন, সবচেয়ে বেশি মোমো যে খেতে পারবে তাকে একটি বিশেষ পুরস্কার দেওয়া হবে।
বন্ধুদের কথামতো সেই মোমো খাওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন বিপিন।এরপর শুরু হয় প্রতিযোগিতা। অন্যান্য বন্ধুরা মোমো খাচ্ছিলেন আর বিপিনও একের পর এক মোমো খেতে শুরু করেছিলেন। কিন্তু তার পরিণতি হল মর্মান্তিক। অতিরিক্ত মোমো খেয়ে মৃত্যু হল বিপিন পাসোয়ানের।(EVM News)