ইভিএম নিউজ ব্যুরো, ১৭ জুলাইঃ (Latest News) ভোট পরবর্তী হিংসা অব্যাহত জেলাতে ।এবার বিজেপি প্রার্থীর পুকুরে বিষ দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের ১১৫ নম্বর বুথের বিজেপি প্রার্থী ছিলেন নিতুশ্রী দাস অধিকারী। রবিবার তিনি দেখেন তাঁর বাড়ির পুকুরের রুই, কাতলা সহ একাধিক মাছ মরে ভেসে উঠেছে। তার অভিযোগ, প্রায় পাঁচ কুইন্ট্যাল মাছ মরে গিয়েছে। নিতুশ্রীদেবীর স্বামী ও শাশুড়ির অভিযোগ, ভোটে দাঁড়ানোর পর থেকেই তৃণমূলের তরফ থেকে হুমকি দেওয়া হচ্ছিল। তারাই রাতের অন্ধকারে এই কাণ্ড ঘটিয়েছে।
স্থানীয় বিজেপি নেতা খগেন মন্ডল বলেছেন ভোটের পর থেকেই বিজেপি কর্মীরা হেনস্থার শিকার হচ্ছেন। তৃণমূল নানাভাবে হেনস্থা করছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন সাগর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক সন্দীপ পাত্র। তিনি বলেছেন, “বিভিন্ন কারণে মাছের মড়ক হতে পারে। তারজন্য তৃণূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। তবে এই খবর পেয়েছি। আমাদেরও বুথ সভাপতির পুকুরের মাছ নষ্ট হয়েছে। তখন কিন্তু আমরা ভিত্তিহীন অভিযোগ করিনি।”
এই ঘটনায় সাগর থানায় অভিযোগ দায়ের করেছে ওই প্রার্থীর পরিবার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।(EVM News)