সংকল্প দে, ৪ জুনঃ (Latest News)

এসওজি  ও ভক্তিনগর থানার পুলিশের যৌথ অভিযানে শিলিগুড়ির আমতলা চয়নপাড়া এলাকা থেকে গ্রেপ্তার হল ৫ জন পাচারকারী, তাদের কাছ থেকে উদ্ধার করা হল ব্রাউন সুগার ও নগদ টাকা।

রবিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে ওই এলাকার একটি বাড়িতে অভিযান চালায় এসওজি ও পুলিশ। সেখান থেকে উদ্ধার হল ১ কেজি ব্রাউন সুগার ও ৭ লক্ষ ৯ হাজার ৯০০ টাকা।

ঘটনায় দুজন মহিলা সহ  মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হল শেখ অসমত আলী, মুর্শিদাবাদের বাসিন্দা, তৃপ্তিময় বৈদ্য নদিয়ার বাসিন্দা, রুবি বিশ্বকর্মা শিলিগুড়ির জ্যোতিনগরের বাসিন্দা, গদাই বিশ্বাস ও সরস্বতী বিশ্বাস।

জানা গিয়েছে, গদাই ও সরস্বতী সম্পর্কে স্বামী স্ত্রী। এদিন গদাই বিশ্বাসের বাড়িতেই এই অভিযান চালায় পুলিশ। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর