ইভিএম নিউজ ব্যুরো, ৩০ মেঃ (Latest News) চিতা আর মানুষের সহাবস্থান। ঘুমিয়ে আছে মানুষ, তার পাশে চিতার দল। লোকটিকে রীতিমতো জড়িয়ে ধরে আদর করে তার গায়ের উপরই শুয়ে পড়ছে চিতা। ছবিতে দেখে বেশ ভালো লাগছে। কিন্তু কল্পনা করুন, ওই ব্যক্তির জায়গায় শুয়ে রয়েছেন আপনি, আর চিতা উঠে পড়ছে গায়ের উপর – শুধু এইটুকু কল্পনা করুন, তাহলেই দেখবেন আপনার হৃদপিণ্ড “এই ফেল করলাম” বলে ভয় দেখাতে থাকবে।
সে যাই হোক, এই যে ভিডিওটি আপনারা দেখছেন বলা হচ্ছে সেটি নাকি রাজস্থানের পিপলেশ্বর মন্দিরের ঘটনা। সেখানকার সিসিটিভিতে নাকি ধরা পড়েছে এ দৃশ্য। রোজ রাতে নাকি চিতারা এসে সেখানকার পুরোহিতের সঙ্গে ঘুমায়। আর এই ছবি ভাইরাল হতে দেরি হয়নি। WhatsApp, Instagram সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে দাবানলের মত ছড়িয়ে পড়েছে।
তবে ঘটনা হল, এই ছবি রাজস্থানের পিপলেশ্বর মন্দিরের নয়, এই ছবির আসল উৎস দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকায় চিতার সংখ্যা এক সময় কমে যাচ্ছিল। সেই সময় সে দেশে চিতা সংরক্ষণ প্রকল্প নেওয়া হয়। যে চিতাগুলোকে এই ভিডিওতে দেখা যাচ্ছে, সেগুলো ওই সংরক্ষণাগারেই জন্মেছে, সেখানেই বড় হয়েছে মানুষের আদর যত্ন পেয়ে। তাই মানুষের সঙ্গে তাদের সখ্যতা ভীষণ রকমের বেশি। সেই প্রকল্পের অধীনে মানুষ-চিতার সহাবস্থান নিয়ে একটি গবেষণা হয়েছিল যার প্রধান ছিলেন আফ্রিকার এক বিখ্যাত প্রাণী বিশেষজ্ঞ ডিসি ভোলকের। সেটা ২০১৪-র শেষে বা ২০১৫-র গোড়ার দিকের সময়ে তোলা। সম্প্রতি সেই ভিডিওটিকেই কে বা কারা ?সোশ্যাল মিডিয়ায় রাজস্থানের বলে চালিয়ে দিয়েছেন। তবে চিতা ও মানুষের সখ্যতার এই ছবি যে সমাজের সর্বস্তরের মানুষেরই মন কেড়ে নিয়েছে, সে বিষয়ে কোন সন্দেহ নেই। (EVM News)