ইভিএম নিউজ ব্যুরো, ৩০ মেঃ (Latest News) শনির প্রকোপ থেকে বাঁচতে হানুমান চালিশা পাঠ করবেন কেন?
শনির প্রকোপ থেকে বাঁচতে প্রতি শনিবার হনুমানজীর পূজা এবং হনুমান চলিশা পাঠ করতে বলা হয়। বলা হয় হনুমান ভক্তদের শনিদেব কোন ক্ষতি করেন না। এর কারন হিসাবে হনুমানজী ও শনিদেবের তিনটি আলাদা আলাদা গল্পকথন প্রচলিত আছে।
প্রথম পর্বঃ একবার কলিযুগে হনুমানজী শ্রীরামের ধ্যান করছিলেন। সেই সময় শনিদেব এসে তাকে হুমকির সুরে সাবধান করে বলেন যে যেই সময় থেকে শ্রীকৃষ্ণ তার লীলা সমাপন করেছেন সেই সময় থেকে কলীযুগের আরম্ভ হয়েছে। এই কলীযুগে যেই থাকবে তার ওপর আমার সাড়ে সাতির দশা পড়তে বাধ্য। তাই আমার সাড়ে সাতির দশা আপনার ওপরেও পড়তে চলেছে। এর উওরে হনুমানজী বলেছিলেন শ্রীরামের যারা ভক্ত তাদের ওপরতো কালের দশাও পড়ে না তাছাড়া আমার গোটা শরীরেতো শ্রীরামের বাস আপনি বসবেন কোথায়? এর থেকে ভাল আপনি অন্য কোথাও চলে যান। শনিদেব তখন বলেন আমি সৃষ্টি কর্তার বিধানে বাধ্য। আমি আপনার শরীরেও প্রবেশ করছি। হনুমানজী তখন বলেন ঠিক আছে চলে আসুন। এই বলাতে শনিদেব হনুমানজীর মস্তকে গিয়ে অবস্থান করল আর হনুমানজীর মাথায় তখন হঠাৎ চুলকোনি শুরু হল। হনুমানজী এক পাহাড় তুলে নিজের মাথায় রাখলেন। চাপা পড়ে শনিদেব হনুমানজীকে চিৎকার করে জিজ্ঞেস করলেন এ আপনি কি করছেন? হনুমানজী উওরে বললেন আপনি যেমন সৃষ্টি কর্তার বিধানে বাধ্য তেমনি আমিও আমার নিজের স্বভাবে বাধ্য।আমি আমার মাথার চুলকানি এভাবেই মেটাই। এই বলে তিনি আবার একটি পাহাড় তার মাথায় রাখলেন। শনিদেব আরও চাপা পড়ে বললেন আমাকে নিচে নামতে দিন আমি আপনার সঙ্গে সন্ধি করতে রাজি আছি। হনুমানজী কোন কথা না শুনে তৃতীয় পর্বত তার মাথায় তুলে নেন। শনিদেব আরও চিৎকার করতে করতে থাকে বলে আমাকে মুক্ত কর পবন পুএ আমি কখনও তোমার আশেপাশেও আসবো না। হনুমানজী এই বার চতুর্থ পর্বত তার মাথায় তুলতে ওষ্ঠাগত প্রান নিয়ে শনিদেব চিৎকার করতে থাকেন আমার ভুল হয়ে গেছে রামভক্ত হনুমান। আমি আপনি কেন আপনার কোন ভক্তের ধারেকাছে আমি যাব না কথা দিচ্ছি। এই কথা শোনার পর হনুমানজী পাহাড় নামিয়ে শনিদেবকে মুক্তি দেন।
দ্বিতীয় পর্বটি জানতে চখ রাখুন ইভিএম নিউজ-এ ( EVM News)