ইভিএম নিউজ ব্যুরো, ৩০ মেঃ ( Latest News) ঝাড়গ্রাম থেকে উদ্ধার ৫০ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ
আজ সকাল ৫ টা নাগাত ঝাড়গ্রামের আগুইবনি নেতুরা বাসস্ট্যান্ডের কাছে ক্ষতবিক্ষত অবস্থায় রজত কুমার বায়েন নামে বয়স ৫০ এর এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল ঝাড়্গ্রাম থানার পুলিশ।
রজত কুমার বায়েনের ভাই প্রসেনজিৎ কুমার বায়ান জানান তাদের পরিবারের তিন ভাই তারা আলাদা আলাদা থাকেন কেউ কারো সাথে কথা বলেন না। গত তিন চার দিন হল রজত কুমার বাড়ির বাইরে বেরোছিলেন না। তার স্ত্রী এবং বাচ্চা সবাই মামাবাড়ি গিয়েছেন। তারপরে তাকে বেশ কয়েকদিন বাড়ির বাইরের না দেখতে পেয়ে পরিবারের সন্দেহ হয়। পাড়া-প্রতিবেশী বাড়িতে গিয়ে দেখেন বাড়ির মধ্যে ক্ষতবিক্ষত মৃত অবস্থায় রজত কুমার বায়েন পরে রয়েছেন। বাড়ির জিনিসপত্র সব এলোমেলো হয়ে পড়ে রয়েছে। আলমারি ভাঙ্গা অবস্থায় পড়ে থেক্তে দেখে কিছুটা সন্দেহ হয়। এর পর তড়িঘড়ি খবর দেওয়া হয় ঝাড়্গ্রাম থানার পুলিশকে। ঘটনাস্থলে গিয়ে পৌছায় ঝাড়্গ্রাম থানার পুলিশ এবং ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়। তার ভাই এও জানান তার দাদার গায়ে একাধিক অস্ত্র দিয়ে আঘাতের দাগ রয়েছে এ ছাড়াও বাড়ির জিনিসপত্র এলোমেলো ছিল হয়তো কেউ বা কারা এ ঘটনা ঘটিয়েছে, পুরো বিষয়টি তদন্ত করছে ঝাড়্গ্রাম থানার পুলিশ। (EVM News)