সংকল্প দে, ১০মেঃ (Latest News) ফের রাজ্যে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য, ক্ষুব্ধ এলাকাবাসী আবারও প্রকাশ্যে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। অভিযোগ, এবার এই মাটি মাফিয়ার ভূমিকায় এক সিভিক ভলেন্টিয়ার । যিনি আবার তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরনপুর গ্রামে। ওই গ্রামেরই তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যা ফারহানা রহমানের স্বামী উমর ফারুক। তিনি আবার হরিশ্চন্দ্রপুর থানার সিভিক ভলান্টিয়ার। তার বিরুদ্ধে রাতের অন্ধকারে সরকারি জমি দখল করে মাটি কেটে ক্যানেল ভরাটের অভিযোগ। যে ক্যানেল গ্রামের এক মাত্র নিকাশি ব্যবস্থার পথ। আর এই নিয়ে ব্যাপক ক্ষুব্ধ এলাকাবাসী।
দিনের আলো ফুটতেই ঘটনাস্থলে যায় গ্রামবাসীরা। সেখানে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি কোন ভাবেই এই জমি দখল হতে দেওয়া যাবে না। ক্যানেল ভরাট করলে গ্রামের চাষবাস ব্যাপক ক্ষতি-গ্রস্ত হবে বলে আশঙ্কা এলাকাবাসীর। সাথে এলাকাবাসীর অভিযোগ ওই সিভিক ভলেন্টিয়ার সমগ্র গ্রামে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছেন। তার ভয়ে সব সময় সন্ত্রস্ত থাকছে এলাকার মানুষেরা। এমনকি মাটি মাফিয়ার বিষয় টিকে সমর্থন করেছেন তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির সদস্য ধর্মা মন্ডল। যেখানে পুলিশের কাজ আইন রক্ষা করা! সেখানে একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে কি ভাবে আইন ভাঙলেন ফারুক? উঠেছে প্রশ্ন। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়। যদিও অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার উমর ফারুক ক্যামেরার সামনে কোন মন্তব্য করতে চাননি। অন্যদিকে বিজেপির দাবি মাটি মাফিয়াদের পেছনে শাসকদল এবং প্রশাসনের একাংশের মদত রয়েছে। সেটা এই ঘটনায় দিনের আলোর মত পরিষ্কার হয়ে গেছে। আইন আইনের পথে চলবে পাল্টা সাফাই তৃণমূলের। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে তুঙ্গে উঠেছে রাজনৈতিক। (EVM News)টাকা চেয়ে হয়রান করছে পুলিশ, ক্ষোভ ডাম্পার চালকদের




















