ব্যুরো নিউজ,২৬ মার্চ : ভূস্বর্গকে সামনে থেকে দেখার ইচ্ছে কমবেশি সবারই থাকে । কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয় —এই শহরটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিশ্বের অন্যতম জনপ্রিয় গন্তব্য। মাত্র সাত দিনে আপনি শ্রীনগর ও তার আশপাশের চমৎকার জায়গাগুলো ঘুরে দেখতে পারবেন। তাহলে চলুন, জেনে নেওয়া যাক কিভাবে কোথায় যাবেন।
শিকারায় চড়ে আপনি ডাল লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন
ঘুরে আসুন কালিম্পঙ ও দার্জিলিংয়ের এই গ্রামগুলিতে :
শ্রীনগরে পৌঁছে, প্রথম দিন শহরের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখুন এবং বিকেলে ডাল লেকে শিকারার মাধ্যমে এক মনোরম ভ্রমণের অভিজ্ঞতা নিন। শিকারায় চড়ে আপনি ডাল লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। দ্বিতীয় দিন শ্রীনগর থেকে বরফ দেখতে দেখতে ট্রেনে কাজিগুন্ড যাত্রা করুন কাজিগুন্ড থেকে ভেরিনাগ যান। সেখানে ঘুরে দেখুন। তারপর, অনন্তনাগ চলে যান এবং সেখানকার লোকাল মার্কেট পরিদর্শন করুন, স্থানীয় শুকনো ফল কিনুন।
মনকে শান্ত করতে ঘুরে আসুন ডুয়ার্সের অজানা জঙ্গল চিলাপাতা ফরেস্ট
এরপরের দিন শ্রীনগর থেকে সোনমার্গে চলে যান , যাওয়ার পথে সোনমার্গ টানেল দেখার সুযোগ পাবেন। সোনমার্গ পৌঁছে, স্নোবাইক বা স্লেজে স্নোতে আনন্দ উপভোগ করুন। চতুর্থ দিন শ্রীনগর থেকে গুলমার্গে যান। পথে পশমিনা তৈরির কাজ দেখতে পারবেন, যা এখানকার বিশেষ দ্রব্য। গুলমার্গে পৌঁছে, ৪-৫টি দর্শনীয় স্থান ঘুরে দেখুন এবং রাতে গুলমার্গে থাকতে পারেন।গুলমার্গে গন্ডোলা রাইড করে কংডুরী ও আফার ওয়াত পরিদর্শন করুন। কিন্তু তার জন্য অবশ্যই টিকিট আগে থেকে অনলাইনে বুক করতে হবে ।
ঘুরে আসুন কালিম্পঙ ও দার্জিলিংয়ের এই গ্রামগুলিতে :
এরপর শ্রীনগর ফিরে, লাল মার্কেট ঘুরে দেখুন এবং পরদিন ডাল লেকে ফ্লোটিং মার্কেট দেখতে শিকারার ব্যবস্থা করে নিন। এরপরের দিন খুব ভোরে (৪টা নাগাদ) ডাল লেকে ফ্লোটিং মার্কেট দেখার জন্য বেরিয়ে পড়ুন। এটি একটি অসাধারণ অভিজ্ঞতা হবে। এরপর, পহেলগামের উদ্দেশ্যে রওনা দিন। পহেলগাম পৌঁছে আরু, বেটাব, চন্দনওয়াড়ি সাইটসিয়িং করুন। রাতের জন্য পহেলগামে থাকার ব্যবস্থা করুন। শেষের দিন অর্থাৎ সপ্তম দিনে সকালে বৈশরণ ভ্যালি ঘুরে দেখুন, তারপর লাঞ্চ সেরে শ্রীনগর ফিরে আসুন। এইভাবে আপনিও সুন্দরভাবে কাশ্মীর ঘুরে নিতে পারবেন।