পুস্পিতা বড়াল, ২২ মার্চ: হাওড়া স্টেশন থেকে লোকসভা নির্বাচনের আগে উদ্ধার করা হয়েছে ৫০ লাখ ৮৪ হাজার টাকা। ৬ জনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। জিআরপি আধিকারিকরা তল্লাশি চালায় নিউ দিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেসে। সেই সময় সন্দেহ হয় ছয় জনকে দেখে। তাঁদের থেকে বিপুল নগদ উদ্ধার হয় তল্লাশি চালিয়ে।
নেতাজি নগরে যুবকের মৃত্যুতে রাজনৈতিক রং! কী জানালেন শুভেন্দু?
গ্রেফতার করা হয়েছে ৬ জনকে!
তাঁরা কোথা থেকে আসছিলেন এত টাকা নিয়ে, তা এখনও জানা যায়নি। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন দুই জন পাঁশকুড়ার বাসিন্দা এবং চার জন লখনউয়ের বাসিন্দা। তাঁরা কলকাতায় আসেন রাজধানী এক্সপ্রেসে করে। হাওড়া স্টেশনে বৃহস্পতিবার সকালে তাঁরা পৌঁছলে জিআরপি আধিকারিকরা তল্লাশি চালায় এবং সেই সময় তাঁদের থেকে এই বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়।
‘সব ভোটকর্মীকেই বসতে হবে পরীক্ষায়’ নির্দেশ কমিশনের
এত টাকা উদ্ধার হল কোথা থেকে? কাগজপত্র দেখাতে বললেও দেখাতে পারেননি তাঁরা। ওই ব্যক্তিদের দাবি, তাঁরা ব্যবসার কারণে কলকাতায় এসেছিলেন কেনাকাটা করার জন্য। এদিকে এই ঘটনায় ছয় জনকে গ্রেফতার করা হয়েছে সঠিক কাগজপত্র না থাকায়। তাঁদের তোলা হয় হাওড়া জেলা আদালতে।