Died During Cyclone Remal

ব্যুরো নিউজ, ৭ এপ্রিল: তীব্র তাপপ্রবাহে নাজেহাল বঙ্গবাসী। সকলেই একটু বৃষ্টির আশায় চাতকের মত অপেক্ষায় ছিলেন। তবে সপ্তাহের শেষেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। আর সেই মত রবিবার বৃষ্টিও হয়। আর তাতেই প্রাণ হারালেন ৪ জন।

ঝড়-বৃষ্টির পূর্বাভাস, মোদির সভা ঘিরে বাড়ছে আশঙ্কা

Advertisement of Hill 2 Ocean

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, সপ্তাহ শেষে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমের জেলা ও উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সেই পূর্বাভাস সত্যি করেই রবিবার বৃষ্টি নামে। ভোর থেকেই আকাশ যেন নিজের গায়ে কালো রং একে রেখেছে। সকাল যেন সন্ধ্যার রুপ নিয়েছিল। তার সঙ্গে ঝোড় হাওয়া। আর সেই স্বস্তির বৃষ্টি ডেকে আনল বিপদ!

অনেকেই নিজেদের রোজকার রুটিন মাফিক কাজে গিয়েছিলেন মাঠে। এদিকে বৃষ্টি, তার ওপর  বজ্র বিদ্যুৎ। আর তাই যেনও কাল হল। হুগলির তারকেশ্বর, উত্তর ২৪ পরগনার গাইঘাটা ও পূর্ব বর্ধমানের মেমারিতে তিন জনের বজ্রপাতে মৃত্যু হয়েছে। আর হুগলির পুরশুড়ায় ইলেকট্রিকের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে একজনের।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর