
Kolkata : কলকাতার ইতিহাসের মানচিত্রে হারিয়ে যাওয়া এক অধ্যায় ‘বেগ বাগান’, এক রাজকীয় সফরের স্মৃতি !
মিঠুন ভট্টাচার্য , ১৩ জুলাই ২০২৫ : কলকাতার নানা প্রান্তে ছড়িয়ে আছে অজস্র ইতিহাস, যেগুলি আমাদের চেনা রাস্তা, পাড়া বা অলিগলির আড়ালে লুকিয়ে থাকে নীরব সাক্ষী হয়ে। এমনই একটি পাড়া “বেগ বাগান”। মধ্য কলকাতার এই স্থানটির নাম শুনলে প্রথমেই মনে হতে পারে এটি কোনো সাধারণ বাগানসংলগ্ন এলাকা। কিন্তু এর পেছনের ইতিহাস অনেক গভীর এবং রোমাঞ্চকর। এটি এক ঐতিহাসিক ব্যক্তিত্ব “হায়দার