
মস্কো ড্রোন হামলায় কানিমোঝি নেতৃত্বাধীন ভারতীয় প্রতিনিধিদলের বিমান যাত্রা বিলম্ববিত
ব্যুরো নিউজ ২৩ মে : রাশিয়ার রাজধানী মস্কোর একটি বিমানবন্দরের কাছে ড্রোন হামলার জেরে ডিএমকে সাংসদ কানিমোঝি করুণানিধির নেতৃত্বে একটি ভারতীয় সাংসদ প্রতিনিধি দলের ফ্লাইট বিলম্বিত হয়েছে। তবে দীর্ঘ বিলম্বের পর বৃহস্পতিবার নিরাপদে মস্কোয় অবতরণ করেছে দলটি। ড্রোন হামলায় বিমান চলাচলে বিঘ্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, মস্কো বিমানবন্দরের কাছে ড্রোন হামলার কারণে বিমানটি অবতরণ করতে পারেনি। এর ফলে কিছুক্ষণের জন্য সমস্ত
























