
ছত্তিশগড়ের অভুজমাড়ে বড় সাফল্য: শীর্ষ মাওবাদী বামনেতা বাসবরাজু খতম
ব্যুরো নিউজ ২২ মে : ছত্তিশগড়ের নারায়ণপুর, বিজাপুর এবং দান্তেওয়াড়া জেলার ত্রি-জংশনে অবস্থিত অভুজমাড়ের ঘন জঙ্গলে নিরাপত্তা বাহিনী এবং মাওবাদী বিদ্রোহীদের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ২৭ জন নকশাল নিকেশ হয়েছে। নিহতদের মধ্যে সিপিআই (মাওবাদী)-র শীর্ষ নেতা নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজুও রয়েছেন। এই ঘটনা মাওবাদ-বিরোধী অভিযানে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। বাসবরাজু: মাওবাদী আন্দোলনের মেরুদণ্ড নিরাপত্তা সংস্থাগুলির মতে,