
অসমীয়া কণ্ঠশিল্পী গায়ত্রী হাজারিকার ৪৪ বছর বয়সে ক্যান্সারে প্রয়াণ
ব্যুরো নিউজ ১৬ই মে : বিখ্যাত অসমীয়া কণ্ঠশিল্পী গায়ত্রী হাজারিকা শুক্রবার ৪৪ বছর বয়সে গুয়াহাটির নেমকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি কোলন ক্যান্সারে ভুগছিলেন। তাঁর প্রয়াণের খবরে সঙ্গীত জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। গায়ত্রী হাজারিকা তাঁর ‘সোরা পাতে পাতে ফাগুন নামে’ গানের মাধ্যমে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন। এছাড়াও ‘তুমি কোন বিরহী অনন্যা’, ‘জংক নাছিল বনত’, ‘সেউজী সপোন’ সহ আরও