empty cricket pitch

ব্যুরো নিউজ ১৬ মে: আইপিএলের জমজমাট লিগ পর্বের শেষ দিকে এসে উত্তেজনা তুঙ্গে। এমন গুরুত্বপূর্ণ সময়ে আবার মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং কলকাতা নাইট রাইডার্স (KKR)। শনিবারের এই ম্যাচে আরসিবি জয় পেলে প্লে-অফের টিকিট পাকা হয়ে যাবে। অন্যদিকে, কলকাতার কাছে এ ম্যাচ কার্যত ‘ডু অর ডাই’। হারলে প্লে-অফের রাস্তা কার্যত বন্ধ হয়ে যাবে নাইটদের সামনে। কিন্তু ম্যাচের থেকেও বড় চিন্তা এখন আকাশের দিকে। কারণ বেঙ্গালুরুর আকাশে দেখা দিয়েছে কালো মেঘ।

“অপারেশন সিঁদুর”এর পর সীমান্তে উত্তেজনা,মমতা সহ ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে অমিত শাহের জরুরি বৈঠক

বৃষ্টির আশঙ্কায় রাতের ম্যাচ অনিশ্চিত

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার সন্ধ্যায় বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা বেশ জোরালো। ম্যাচের টস হওয়ার কথা সন্ধ্যা ৭টায় এবং খেলা শুরু হওয়ার নির্ধারিত সময় ৭.৩০ মিনিটে। আবহবিদদের হিসেবে, সেই সময় বৃষ্টির সম্ভাবনা প্রায় ৩৪ শতাংশ। এবং সময় যত এগোবে, বৃষ্টি ততই জেঁকে বসবে বলেই আশঙ্কা। রাত ৯টায় সম্ভাবনা বেড়ে হবে ৪০ শতাংশ, আর রাত ১০টায় তা পৌঁছে যেতে পারে ৫১ শতাংশে। এমনকি রাত ১১টাতেও থাকবে ৪৭ শতাংশ বৃষ্টির পূর্বাভাস।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছুদিন অপেক্ষার অনুরোধ,শুনলেন না কেন রাজ্যপাল?

এমন পরিস্থিতিতে কলকাতার চিন্তা আরও বেড়েছে। কারণ, যদি ম্যাচ না হয় কিংবা পরিত্যক্ত হয়, তবে তাদের প্লে-অফে ওঠার স্বপ্ন কার্যত শেষ হয়ে যাবে। মনে রাখতে হবে, আইপিএলের নিয়ম অনুযায়ী একটি টি-টোয়েন্টি ম্যাচ তখনই বৈধ ধরা হয়, যখন উভয় দল অন্তত ৫ ওভার করে ব্যাট করে। কম ওভারের ম্যাচ হলেও ফলাফল সম্ভব, কিন্তু পাঁচ ওভারের কম হলে ম্যাচ বাতিল হয়ে যাবে। তবে এক ফোঁটা আশার আলো রয়েছে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের নিকাশি ব্যবস্থায়। দেশের অন্যতম সেরা ড্রেনেজ ব্যবস্থা রয়েছে এই মাঠে। ফলে বৃষ্টি থেমে গেলে মাত্র ১৫-২০ মিনিটের মধ্যেই খেলা শুরু করা সম্ভব হয়।

মমতার খামে রাজনৈতিক কৌশল? দিলীপের দরজায় পৌঁছল নবান্ন!

নাইট সমর্থকদের এখন একটাই প্রার্থনা—বৃষ্টি না হোক, মাঠ ভিজে না যাক, এবং মাঠে নামুক ব্যাট-বল। কারণ শনিবারের ম্যাচেই অনেকটাই নির্ধারিত হবে চলতি আইপিএল-এর প্লে-অফ চিত্র। বৃষ্টি যদি সত্যিই বাধা হয়ে দাঁড়ায়, তবে তা শুধু একটি ম্যাচ নয়, প্লে-অফ ভাগ্যও বদলে দিতে পারে। তাই এখন সবাই তাকিয়ে আছেন বেঙ্গালুরুর আকাশের দিকে—নাইটদের ‘অশনি সংকেত’ কি দূর করতে পারবে প্রকৃতি?

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর