
মর্নিংস্টার ডিবিআরএস এর ভারতের অর্থনৈতিক মূল্যায়ন ‘BBB’-তে উন্নীত, প্রবণতা স্থিতিশীল।
বিশ্বব্যাপী সার্বভৌম ঋণ রেটিং সংস্থা মর্নিংস্টার ডিবিআরএস ভারতের দীর্ঘমেয়াদি বৈদেশিক ও স্থানীয় মুদ্রার ইস্যুয়ার রেটিং ‘BBB (লো)’ থেকে বাড়িয়ে ‘BBB’ করেছে, স্থিতিশীল প্রবণতার সঙ্গে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে। ভারতের স্বল্পমেয়াদি বৈদেশিক ও স্থানীয় মুদ্রার রেটিংও উন্নীত করেছে মর্নিংস্টার ডিবিআরএস। আগের ‘R-2 (মিডল)’ রেটিং বাড়িয়ে এখন ‘R-2 (হাই)’ করা হয়েছে, যার প্রবণতা রাখা হয়েছে স্থিতিশীল। রেটিং