
মে মাসে ভাগ্যবদলের সুবর্ণ সুযোগ! বৃহস্পতির গোচরে উজ্জ্বল হবে এই তিন রাশির কপাল
ব্যুরো নিউজ ,৬ মে: মে মাসে আসছে রাশিচক্রে বড় পরিবর্তন! বৈদিক জ্যোতিষ অনুসারে দেবগুরু বৃহস্পতি, যিনি জ্ঞান, সমৃদ্ধি ও সৌভাগ্যের কারক, এবার ১৪ মে ২০২৫ রাতে ১১টা ২০ মিনিটে বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবেন। এই বৃহস্পতি গোচর প্রায় ১৩ মাসের ব্যবধানে হয়, আর তার প্রভাব পড়ে সব রাশির ওপরই। তবে এবারের পরিবর্তনে বিশেষভাবে লাভবান হবেন মিথুন, সিংহ ও