
অদম্য পায়েল: চার অঙ্গহীন এক তীরন্দাজের স্বপ্নজয়
ব্যুরো নিউজ,২৫ মার্চ : পায়েল নাগ—একটি নাম, যা এখন সাহস, অধ্যবসায় এবং জয়ের প্রতীক। মাত্র ১৭ বছর বয়সী এই মেয়ে এমন এক ইতিহাস গড়েছেন, যা বিশ্বে প্রথমবার ঘটেছে। জাতীয় প্যারা তীরন্দাজি চ্যাম্পিয়নশিপে ডাবল সোনা জিতে তিনি দেখিয়ে দিয়েছেন, শারীরিক প্রতিবন্ধকতা কখনও ইচ্ছাশক্তির সামনে বাধা হতে পারে না। শেষ ওভারে থ্রিলার! হরলিন দেওলের দুর্দান্ত ইনিংসে গুজরাতের নাটকীয় জয় পায়েলের জীবনের গল্প





























