
‘মন্নত’ ছাড়ছেন শাহরুখ খান! কিন্তু কেন?
ব্যুরো নিউজ,৬ ফেব্রুয়ারি:সপরিবারে ‘মন্নত’ ছাড়ছেন শাহরুখ খান! তবে স্থায়ীভাবে নয়, কারণ আগামী দু’বছর ধরে তার স্বপ্নের বাড়িতে সংস্কারের কাজ চলবে। আপাতত, পালি হিলের একটি নতুন আবাসনে উঠছেন শাহরুখ, গৌরী ও তাঁদের পরিবার। জানা গেছে, নতুন বাড়ির জন্য বছরে ২.৯০ কোটি টাকা ভাড়া দিতে হবে খান দম্পতিকে। নীল-তৃণার বিচ্ছেদ গুঞ্জন! চার বছরের সম্পর্ক কি সত্যিই ভাঙছে? কোন অংশ সবচেয়ে প্রিয় গৌরীর?