
রিচা ঘোষের রান-আউট ধোনির সেই মুহূর্ত মনে করিয়ে দিল
ব্যুরো নিউজ, ২৫ ফেব্রুয়ারি:২০১৬ সালের বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে মহেন্দ্র সিং ধোনির দুর্দান্ত রান-আউটের মুহূর্তটি ক্রিকেটপ্রেমীদের মনে এখনও তাজা। সেই অবিস্মরণীয় দৃশ্যের মতো সোমবার উইমেন্স প্রিমিয়ার লিগের (WPL) সুপার ওভারে একইভাবে ম্যাচের ভাগ্য বদলে দিলেন রিচা ঘোষ। আরসিবি-র হয়ে খেলতে নেমে রিচার অসাধারণ উপস্থিতি ও বুদ্ধিমত্তার কারণে দলটি ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে নিশ্চিত হার থেকে ম্যাচটি সুপার ওভারে নিয়ে যেতে সক্ষম হয়।