
অন্ধ্রপ্রদেশের ২০২৫-২৬ বাজেটঃ অর্থমন্ত্রী প্যায়্যাভুলা কেশবের দ্বিতীয় বাজেটে গুরুত্বপূর্ণ ঘোষণা হতে চলেছে
ব্যুরো নিউজ, ২৫ ফেব্রুয়ারি:অন্ধ্রপ্রদেশের অর্থমন্ত্রী প্যায়্যাভুলা কেশব আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৫-২৬ অর্থবছরের জন্য তাঁর দ্বিতীয় বাজেট পেশ করবেন। বাজেট অধিবেশনের প্রথম দিন, সোমবার, ব্যবসায়িক উপদেষ্টা কমিটির (BSA) বৈঠকে এই ঘোষণা করা হয়েছে।এটি একটি গুরুত্বপূর্ণ বাজেট, কারণ এটি হবে NDA সরকারের প্রথম পূর্ণ-বছরের বাজেট, যেটি ২০২৪ সালের জুলাইয়ে ক্ষমতা গ্রহণের পর পেশ হবে। এই সরকারটি ২০১৯-২০২৪ সালে ক্ষমতায় থাকা YSR কংগ্রেস