
২০২৫ সালের মাঘ গুপ্ত নবরাত্রি কবে থেকে শুরু? মাঘ গুপ্ত নবরাত্রির পূজা শুরুর আগে কী করা শুভ জেনে নিন
ব্যুরো নিউজ, ২২ জানুয়ারি:মাঘ মাসের গুপ্ত নবরাত্রি, যা আষাঢ় মাসের নবরাত্রির মতো বিশেষ গুরুত্বপূর্ণ, এই বছর শুরু হচ্ছে ৩০ জানুয়ারি থেকে। এটি শ্রাবণ নক্ষত্র এবং জয়দ যোগে শুরু হবে, যা পূজার জন্য বিশেষ শুভ সময় হিসেবে ধরা হয়। এই ৯ দিনের পূজা চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত, এবং এর মধ্যে ভক্তরা বিশেষ তন্ত্র-মন্ত্র ও মহাবিদ্যার পূজা করবেন।গুপ্ত নবরাত্রির সময়, মা দুর্গার