
চাল নিয়ে ঝগড়া, মারধরে প্রাণ গেল রেশন ডিলারের! উত্তপ্ত গোয়ালপোখর
ব্যুরো নিউজ ৭ নভেম্বর : উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে রেশন চাল বিতরণকে কেন্দ্র করে ভয়াবহ ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে ভেন্ডাবাড়ি এলাকায় রেশন ডিলার কমল দাসকে মারধর করে হত্যা করেছে প্রতিবেশী এক গ্রাহক এবং তার ছেলে। এই ঘটনার পর গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তরা ঘটনার পর থেকে পলাতক, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এক ট্রেনে ১০ দিন, ১১ রাত!




























