
উত্তরাখণ্ডে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ২০ জন যাত্রী
ব্যুরো নিউজ, ৪ নভেম্ববর :উত্তরাখণ্ডের আলমোরা জেলায় সোমবার সকালে একটি ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। যেখানে একটি যাত্রীবাহী বাস ২০০ মিটার গভীর খাদে পড়ে গেছে। এই দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন যাত্রীর মৃত্যু হয়েছে অনেকেই আহত হয়েছেন। ঘটনাটি ঘটে যখন বাসটি গারওয়াল থেকে কুমায়ুনের দিকে যাচ্ছিল। বাসে মোট ৪৫ জন যাত্রী ছিলেন। হঠাৎই চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এটি খাদে পড়ে যায়।
 
				








 
								 
								 
								









 
								
 
								 
								







