
নভেম্বর দাম বাড়তে চলেছে মাসকাবারি পণ্যের, মাথায় হাত মধ্যবিত্তের
ব্যুরো নিউজ, ৪ নভেম্ববর :দীপাবলি উৎসবের মরশুমে ব্যাপক খরচের ধাক্কা সামলে উঠতে না উঠতেই, এবার আবারও বাড়তি খরচের বোঝা পড়তে চলেছে সাধারণের উপর। নভেম্বর বা ডিসেম্বর থেকেই বাড়তে চলেছে মাসকাবারি পণ্যের দাম। যেমন চা, বিস্কুট, তেল, শ্যাম্পু সহ বিভিন্ন ফাস্ট মুভিং কনজিউমার গুডস বা এফএমসিজি পণ্যের দাম বাড়ানো হতে পারে বলে জানা গেছে। উৎপাদন খরচ এবং মূল্যবৃদ্ধির প্রভাবেই জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে