
তোলার বকরা নিয়ে তৃণমূলে কাজিয়া,পুরো মাতার থাপ্পড় যুব নেতাকে
ব্যুরো নিউজ,১৫ জুলাই: এ যেন শেষ হবার নয় কলকাতার দক্ষিণ থেকে একেবারে উত্তর এমনকি পূর্ব কলকাতা থেকে মধ্য কলকাতা। সর্বত্রই তৃণমূলের মধ্যে অন্তর দন্দ। তোলার ভাগাভাগি নিয়ে এবার কলকাতার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনন্দা সরকারের সঙ্গে সরাসরি ঝামেলা শুরু হয় তৃণমূল নেতা কেদার দাসের। এমনকি সুনন্দার হাতে চর থাবড়াও জোটে কেদারের কপালে। মার খেয়ে কেদারের দলবল নানা অভিযোগ এনেছে সুনন্দার