
মোদীর ‘নো টলারেন্স’ নীতির কামাল! জঙ্গিদের অর্থের জোগানের পথ বন্ধ করায় বিশ্ব দরবারে প্রশংসা ভারতের
ব্যুরো নিউজ, ২৯ জুন: মোদী সরকারের ‘নো টলারেন্স’ নীতিই করল কামাল। অন্যায়ের সঙ্গে আপোষ নয়, তাই জঙ্গি দমনে করা পদক্ষেপও নিয়েছে ভারত সরকার। এমনকি জঙ্গি দমন নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীর মুখেও শোনা যায় কড়া বার্তা। আর তারই ফল FATF-র প্রশংসা। সিমবক্স কাণ্ডে গ্রেফতার আরও এক। কি সিমবক্স কাণ্ড? কতদুর বিস্তৃত এর জাল? জঙ্গি দমনে কড়া পদক্ষেপের ফলে ভারত সরকারের ভূয়সী প্রশংসা