
পদ থেকে অপসারিত কুনাল
ব্যুরো নিউজ, ১মে : বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে এক মঞ্চে দেখা যাওয়াটাই কি কাল হল কুণাল ঘোষের কাছে? তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে কুণাল ঘোষকে অপসারিত করল ঘাসফুল শিবির। নির্বাচনের মাঝে বড় চমক বললেও ভুল হবে না। উল্লেখ্য এই দিনই উত্তর কলকাতার এক মঞ্চে কুনাল ঘোষ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাপস রায় কে এক মঞ্চে দেখা যায়।