লঞ্চের আগেই ফাঁস হল Samsung Galaxy M55 5G মডেলের দাম! সঙ্গে আকর্ষণীয় ফিচারস!
পুস্পিতা বড়াল,৩১ মার্চ: ফোনের আনুষ্ঠানিক লঞ্চের আগেই ভারতে জানিয়ে দেওয়া হয়েছে Samsung Galaxy M55 5G মডেলের দাম। ফোনটি এই সপ্তাহে ব্রাজিলে লঞ্চ করেছে এবং স্যামসাং ইন্ডিয়ার শেয়ার করা একটি টিজার দেখে মনে হচ্ছে যে এটি খুব শীঘ্রই ভারতেও লঞ্চ হতে চলেছে। Samsung এখনও ভারতে Galaxy M55 5G লঞ্চের তারিখ প্রকাশ করেনি, তবে ইতিমধ্যেই এর দাম সহ যাবতীয় তথ্য প্রকাশ্যে এসেছে।