পুড়ে ছাই মুম্বইয়ের বস্তি
ব্যুরো নিউজ, ১৭ ফেব্রুয়ারি: শনিবার ভোররাতে ভয়াবহ অগ্নিকান্ড। দাউ দাউ করে জ্বলছে মুম্বইয়ের গোবান্দি বাইগানওয়াড়ির কাছের এক বস্তি। ভয়াবহ অগ্নিলিলায় ভস্মীভূত মুম্বইয়ের গোবান্দি বাইগানওয়াড়ির কাছের এক বস্তি। জানা যায়, শনিবার ভোর রাতে ঘটে দুর্ঘটনা। তীব্র আগুন দ্রুত ছরিয়ে পরে। নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় কমপক্ষে ১৫-১৮টি দোকান-বাড়ি। অসুস্থ প্রিয়ঙ্কা গান্ধী #WATCH | Maharashtra: Fire broke out in the early hours