কংগ্রেসের যাত্রায় এডওয়ার্ডস
ব্যুরো নিউজ, ১৫ জানুয়ারি: কংগ্রেসের যাত্রায় এডওয়ার্ডস কংগ্রেসের ন্যায় যাত্রায় সামিল হতে মনিপুরে পৌছালেন দার্জিলিঙের হামরো পার্টির অজয় এডওয়ার্ডস। আর তাই নিয়ে পাহাড় জুড়ে শুরু হয়েছে জল্পনা। তবে এডওয়ার্ডস এখনো কংগ্রেসে যোগ দেননি। মনিপুর থেকে তিনি জানিয়েছেন রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় সামিল হতেই তাঁর মনিপুরে আসা। পর্যটক বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে অযোধ্যা পাহাড়ে দূষণ রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় যোগ দিতে