এভাবেও ফিরে আসা যায়
লাবনী চৌধুরী, ১৯ ডিসেম্বর: এভাবেও ফিরে আসা যায় ধর্মেন্দ্রর ছেলে হয়েও নিজের একটা পরিচয় তৈরি করেছিলেন বিজয় সিং দেওল। তবে সিনেমা জগৎ তাঁকে চেনে ববি নামেই। ১৯৭৭-এ ‘ধরম বীর’-এ শিশু শিল্পী হিসেবে প্রথম পর্দায় ধরা দেন ববি, তবে প্রথম লিড রোলে তিনি কাজ করেন ১৯৯৫ সালে ‘বারসাত’ সিনেমায়। তারপর সোলজার, বিচ্ছু, বাদাল, হামরাজ একের পর এক হিট ছবি উপহার দিতে