
রামনবমীতে নন্দীগ্রামের জানকীনাথে গেলেন শুভেন্দু অধিকারী
ইভিএম নিউজ ব্যুরো, ৩০ মার্চঃ একদিকে বাসন্তী পুজোর মহানবমী। অন্যদিকে রামনবমী। আর এই রামনবমীর দিনে নন্দীগ্রামে উপস্থিত হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে হয়েছে জানকীনাথ মন্দির। এটিই নন্দীগ্রামের প্রাচীনতম রামমন্দির। রাজ্যের মধ্যেও প্রাচীন। সেই মন্দিরে সদলবলে হাজির হলেন নন্দীগ্রামের বিধায়ক। বিরাট এক শোভাযাত্রার নেতৃত্ব দিলেন তিনি । আর নন্দীগ্রামের মানুষও পথে নামলেন। যোগ দিলেন সেই শোভাযাত্রায়।