
গরু বোঝাই ট্রাককে আটক করলো গ্রামবাসীরা
রাজ্যে যখন গরু পাচার নিয়ে গ্রেফতার দোর্দন্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল জেলবন্দী।তারই মধ্যে শোনা গেল দ্রুত গতিতে ছুটছিল একটি ট্রাক।,সন্দেহজনক মনে হওয়ায় গ্রামবাসীরা আটক করে ওই ট্রাকটি কে।তালা খোলার পরে চক্ষুচড়ক উপস্থিত থাকা গ্রামবাসীদের।ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার সোলপুর গ্রামে, ওড়িশা থেকে ১৬ টি গরু বোঝাই ট্রাক আটক করে এলাকাবাসীরা তারপর সেইগুলিকে পুলিশের হাতে তুলে দেয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন