শিলিগুড়ি শিল্পী হাটে পাটের রকমারি জিনিসের সম্ভার নিয়ে হাজির শিল্পী সত্যেন্দ্রনাথ, জিনিস কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারাও
ইভিএম নিউজ ব্যুরো, ৯ মার্চঃ এক ছাদের নীচে পশ্চিমবঙ্গের সব জেলার সেরা হস্তশিল্পের সম্ভার। বাংলার তাঁত থেকে খাদি এবং হস্তশিল্পের রকমারি সম্ভার নিয়ে প্রথমবার একসঙ্গে খাদি, হস্তশিল্প এবং তাঁতমেলা। বাংলার হস্তশিল্পের প্রদর্শনীর জন্য ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতর এবং বস্ত্র দফতরের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে।দার্জিলিং, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, বীরভূম সহ বিভিন্ন জেলার হস্তশিল্প ও বস্ত্রের রকমারি সম্ভারের