‘ভীম পুজো’-র চাঁদার জন্য জবরদস্তি, বাধা দেওয়ায় রাস্তা অবরোধ
মনসারাম কর, পশ্চিম মেদিনীপুরঃ বড়দিন, ইংরেজি নববর্ষ আর ২৩ শে জানুয়ারি পেরিয়ে, ফের এক পার্বণ কড়া নাড়ল, বঙ্গের দরজায়। আর সেই উপলক্ষে আবারো রাস্তায় গাড়িঘোড়া দাঁড় করিয়ে শুরু হল, চাঁদার জুলুম। তাই বলে সরস্বতীপুজোর চাঁদা নয়। বরং ‘ভীমপুজো’ নামে একান্তই অখ্যাত এই পুজোর খরচ তুলতে, রীতিমতো লরি সহ অন্যান্য যানবাহন আটকে চাঁদা তুলছে, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের চন্দ্রকোনা থানা এলাকার