ব্যুরো নিউজ, ১১ এপ্রিল: ভোট দেওয়ার পর হাতে ভোটের কালি থাকলেই কেল্লাফতে! গুনতে হবে না রেস্তোরাঁর মোটা বিলে। সেক্ষেত্রে পেয়ে যাবেন ২০ শতাংশ ছাড়!
পয়লা বৈশাখে ঘুরতে যাওয়ার সেরা ১০ ডেস্টিনেশন
শুনতে অবাক লাগছে তো? ভাবছেন এমন আবার হয় নাকি? শুনতে অবাক লাগলেও এটা সত্যি। তবে এই রাজ্যে নয়। উত্তরাখণ্ডের হোটেল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের অধীনে থাকা সমস্ত হোটেল ও রেস্তোরাঁতে পেয়ে যাবেন এই ডিসকাউন্ট অফার। এই ডিসকাউন্ট অফার পাওয়া যাবে ভোট গ্রহণের পর। আগামী ১৯ এপ্রিলের বিকেল থেকে শুরু করে ২০ এপ্রিল অবধি থাকবে এই অফার। আর এই অফার পেতে গেলে করতে হবে না কোনও কসরত। শুধু মাত্র ভোট দিয়ে হাতে ভোটের কালি দেখালেই রেস্তোরাঁর বিলে এই ছাড় পাওয়া যাবে।
১৯ এপ্রিল উত্তরাখণ্ডে ভোট গ্রহন। জানা গিয়েছে, উত্তরাখণ্ডের হোটেল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন নির্বাচন কমিশনের সঙ্গে একটি মউ স্বাক্ষর করেছে। আর সেখানেই এই প্রস্তাব দেওয়া হলে কমিশন তাতে সম্মতিও প্রদান করেছে। মূলত রাজ্যে ভোট শতাংশ বাড়াতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে।