2 more missing bodies recovered in Rupnaran boat sinking incident

ব্যুরো নিউজ,১২ ফেব্রুয়ারি: বৃহস্পতিবার  রূপনারায়ণ নদে নৌকাডুবির ঘটনায় ৫ জন নিখোঁজ হয়েছিলেন। জানা গিয়েছে, নিখোঁজেরা হলেন ৭ বছরের ঋষভ পাল, ১৭ বছরের প্রীতম মান্না, অচ্যুৎ সাহা, অমর ঘোষ ও তাঁর স্ত্রী সঙ্গীতা ঘোষ। পুলিশ জানিয়েছে, লিলুয়া, বেলগাছিয়া, ও কুঞ্জপাড়া থেকে মহাদেব কর্মকার, অচ‍্যুত সাহা ও অমল ঘোষ এই তিনজন তাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে গিয়েছিলেন। কিছুদিন আগেই সঙ্গীতা ঘোষের দেহ উদ্ধার করা হয়েছিলো। আর ঘটনার প্রায় ৩ দিন পরে উদ্ধার হল ঋষভ পাল (৭) ও অচ্যুত সাহার (৫৯) দেহ।

রূপনারায়ণে নৌকাডুবিতে উদ্ধার ২ নিখোঁজের দেহ 

Rupnarayan River Incident

নিখোঁজদের সন্ধানে এলাকার মাঝিদের নিয়ে পুলিশ রূপনারায়ণ নদের মানকুর বাক্সি সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে। মোট ১৮ জনের একটি দল মানকুর থেকে নৌকায় চেপে পশ্চিম মেদিনীপুরের দুধকুমরার ত্রিবেনী পার্কে চড়ুইভাতি করতে গিয়েছিলেন। চড়ুইভাতি শেষে তারা ফের নৌকায় চেপেই মানকুরের দিকে ফিরছিলেন। সেই সময়ই নৌকা কাত হয়ে ডুবে যায়। সঙ্গে সঙ্গে সকলেই নদীতে পড়ে যান। নৌকোর মাঝির বিরুদ্ধে অভিযোগ ওঠে নৌকায় বেশি লোড বহন করার। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ওই মাঝিকে। ঘটনাস্থলের থেকে প্রায় দু’কিলোমিটার দূরে মেলে ঋষভের দেহ। তাঁর পোশাক দেখে পরিবারের লোকের তরফে তাঁর দেহ শনাক্ত করা হয়। এছাড়া, সকালে ঋষভের দেহ উদ্ধারের পরে হুগলির খানাকুলের মাড়োখানা পানশিউলির কাছ থেকে উদ্ধার হয় অচ্যুত সাহার দেহ। তবে, অমর ঘোষ ও প্রীতম মান্নার দেহ এখনো পর্যন্ত নিখোঁজ। ইতিমধ্যেই, কেন্দ্রীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী-সহ সাতটি উদ্ধারকারী দল তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বলে জানা গিয়েছে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর