ব্যুরো নিউজ, ১ ফেব্রুয়ারি: ৮ মাস পর মুক্ত ‘চিনা গুপ্তচর’ সন্দেহে আটক হওয়া পায়রা
‘চিনা গুপ্তচর’ সন্দেহে মুম্বাইয়ের পশু হাসপাতালে গত ৮ মাস যাবত আটক করে রাখা হয়েছিলো একটি পায়রাকে। মুম্বাই পুলিশ জানিয়েছে, সেই পায়রাটিকে ইতিমধ্যেই হাসপাতাল থেকে মুক্ত করে দেওয়া হয়েছে।
অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিশ খারিজ কোর্টের
মুম্বইয়ের রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজ়ার থানার এক আধিকারিকের বক্তব্য, আটক করে রাখা ওই পায়রাটির পায়ে একটি তামার ও একটি অ্যালুমিনিয়ামের রিং ছিল। শুধু তাই নয়। পায়রাটির দুটি ডানার নীচে চিনা হরফে কিছু লেখা ছিল। গতবছর মে মাসে আরসিএফ থানার পুলিশ পির পাও জেটি থেকে ওই পায়রাটিকে আটক করে। এরপর থানায় দায়ের করা হয় এফআইআর।
পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করে জানতে পারে, তাইওয়ানের একটি ওড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ওই পায়রাটি। এরপর পথ ভুল করে দেশের বাইরে চলে গিয়েছিল সে। কোনও ভাবে সেটি মুম্বইয়ে পৌঁছে ধরা পড়ে যায় পুলিশের হাতে। তদন্ত শেষে পায়রাটির বিরুদ্ধে গুপ্তচরের অভিযোগ খারিজ করা হয়। এরপর, পুলিশের অনুমতি পেয়ে তাকে ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। ইভিএম নিউজ