খুলল

ব্যুরো নিউজ, ১৭ অক্টোবর: ৭২ বছর পর পাকিস্তানে খুলল হিন্দু মন্দির! এরপরেই চক্ষু চরকগাছ!

৭২ বছর পর পাকিস্তানে ফের খুলল হিন্দু মন্দির! ২০১৯ সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান মন্দিরটি খোলেন।  
বাইকে ছুটছে আস্ত সংসার

দেশভাগের পর থেকেই পাকিস্তানে হিন্দুদের খারাপ অবস্থা। স্বাধীনতার আগে পর্যন্ত এখানে যে মন্দিরগুলি ছিল, তার অর্ধেকও এখন আর অবশিষ্ট নেই। বেশিরভাগ মন্দিরই ভেঙে ফেলা হয়েছে। কিছু মন্দির আবার অবহেলায় পড়ে রয়েছে। তবে কিছু মন্দিরে আজও দেবতার আরাধনা হয় আগের মতোই। 

এখনও শিবালা তেজা সিং মন্দিরটি দাঁড়িয়ে আছে পাকিস্তানের শিয়ালকোটে। দীর্ঘদিন ৭২ বছর বন্ধ থাকার পর মাত্র কয়েক বছর আগে খোলা হয় মন্দিরটি। তবে আশ্চর্যের ব্যাপার, ৭২ বছর ধরে খোলা হয়নি মন্দিরটি। বন্ধ অবস্থায় ৭২ বছর ধরে পড়ে থাকার পরেও এই মন্দিরের স্থাপত্যই সৌন্দর্য আজও অবিশ্বাস্য। এত বছর বন্ধ থাকার পরেও মন্দিরের দেওয়ালের কোনও ক্ষতি হয়নি।
 
এর থেকেই বোঝা যায়, সেই সময়ে নির্মিত মন্দিরটি কতটা মজবুতভাবে তৈরি করা হয়েছিল। এই মন্দিরের ভিতরে রয়েছে একটি শিব মন্দির। বড় বড় পাথরের খোদাই করা অনবদ্য স্থাপত্য রয়েছে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর