ব্যুরো নিউজ, ১৮ নভেম্বর: ৪ সন্তানকে বিষ দিয়ে মারার অভিযোগে গ্রেফতার বাবা
পর পর ৪ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন স্ত্রী। এর ফলে স্ত্রীর সাথে ঝগড়া প্রায় নিত্যদিনই লেগে থাকতো। আর এতেই রাগ চরে যায় বাবার মাথায়। স্ত্রীর সাথে ঝগড়া করে ৪ কন্যাসন্তানকে খুনের অভিযোগ উঠলো সেই বাবার বিরুদ্ধে। সে ৪ জনকেই বিষ খাইয়ে দেয়। ইতিমধ্যেই বিষক্রিয়ায় ১ জনের মৃত্যু হয়েছে। বাকি ২ জন আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে ভর্তি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার বালুইঝাঁকা গ্রামে। গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এলাকাবাসী অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে ক্যানিং থানার পুলিশ।
ধৃত কুলেশ্বর শুট আউটের মূল অভিযুক্ত
স্থানীয় সূত্রে খবর, বালুইঝাঁকা গ্রামের বাসিন্দা আমিনুদ্দিন সর্দারের কয়েক বছর আগে বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে তাঁর নিত্য অশান্তি লেগেই থাকতো। স্ত্রীর চার কন্যাসন্তানের জন্ম দেওয়ার পর দাম্পত্য কলহ চরমে ওঠে। এরপর ৪ মেয়েকে বিষ খাইয়ে আমিনুদ্দিন খুনের পরিকল্পনা করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে , ৪ কন্যার মধ্যে তিন জনকে ঠান্ডা পানীয়ে বিষ মিশিয়ে খাইয়ে দেন আমিনুদ্দিন। ইতিমধ্যেই বিষক্রিয়ায় রাবেয়া সর্দার নামে ১৩ বছরের এক বালিকার মৃত্যু হয়েছে। বাকি ২ মেয়ে আয়েশা ও রাচিয়া সর্দার গুরুতর অসুস্থ। তাদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করেন স্থানীয় হাসপাতালের চিকিৎসকেরা। বর্তমানে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দুই মেয়ে।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ৪ মেয়ে হওয়ায় স্ত্রীর সঙ্গে অশান্তি করতেন অভিযুক্ত। গত ১০ নভেম্বর তিনি ঠান্ডা পানীয়ের মধ্যে বিষ মিশিয়ে ৪ মেয়েকে খাওয়াতে যান। তাদের মধ্যে ১ জন সেই পানীয় খায়নি। কিন্তু বাকি ৩ জন ওই ঠান্ডা পানীয় পান করে। পানীয় পান করার কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে তারা। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কেন তিনি এমন কাজ করলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের গাড়িতে তোলার সময় আমিনুদ্দিনকে সংবাদমাধ্যম প্রশ্ন করলে তিনি বলেন, “স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছিল। তাই আমি তাদের বিষ দিয়েছি”। ইভিএম নিউজ